বিনামূল্যে করোনা রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পাঠাচ্ছেন তারা
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহের নাট্য ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হীলু ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখা সাধারণ সম্পাদক আলী ইউসুফ। তারা করোনা রোগীদের বাসায় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন।
ময়মনসিংহে করোনা আক্রান্ত অনেকেই বাসায় চিকিৎসা নিচ্ছেন। বাসায় চিকিৎসাকালে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে কারও কারও মৃত্যুর ঘটনাও ঘটছে। বিষয়টি মাথায় রেখে করোনায় অক্সিজেনের অভাবে যাতে কোনো রোগী মারা না যান সেজন্য ব্যতিক্রমী এ উদ্যোগ নেয়া হয়েছে।
জানা যায়, ময়মনসিংহ বহুরূপী নাট্য সংস্থার উদ্যোগে সদর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর অক্সিজেন প্রয়োজন হলে তাৎক্ষণিক তার বাসায় অক্সিজেন সিলিন্ডার পাঠানো হচ্ছে। ফলে অক্সিজেনের অভাবে কারও মৃত্যুর সম্ভাবনা কম। বহুরূপী নাট্য সংস্থা করোনা আক্রান্তদের অক্সিজেন সরবরাহের জন্য নিজস্ব চারটি মোবাইল নম্বর পোস্টারে লিখে সবাইকে জানিয়ে দিয়েছে। মোবাইল ফোনে দিনে কিংবা রাতে জানানো মাত্রই দ্রুত রোগীর বাসায় অক্সিজেন পাঠানো হয়। দ্রুত অক্সিজেন পাঠানোর জন্য তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেয়া হয়েছে। করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে কোনো টাকা নেয়া হয় না। এই মহামারির মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়ায় সচেতন মহল তাদেরকে স্বাগত জানিয়েছে।
জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শহিদুল ইসলাম শহীদ জাগো নিউজকে বলেন, বাংলাদেশের আর কোথাও এমন মহৎ উদ্যোগ কেউ নিয়েছে কি-না জানি না। এই করোনা সারাজীবন হয়তো থাকবে না। পৃথিবী স্বাভাবিক হলে আমাদের চিনতে সহজ হবে কে ভালো আর কে মন্দ।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাসার ভাসানী বলেন, করোনাকালে জাতির ক্রান্তিলগ্নে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। অক্সিজেন বাসায় পৌঁছে দেয়ায় করোনা আক্রান্ত রোগীরা মনে সাহস পাবে। ফলে অক্সিজেনের অভাবে কেউ হয়তো মারা যাবে না।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ময়মনসিংহ জেলা শাখা সাধারণ সম্পাদক আলী ইউসুফ জাগো নিউজকে বলেন, নাট্য ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হীলুর উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা চালু করা হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবকরা ২৪ ঘণ্টা এই সেবা দিতে প্রস্তুত রয়েছে। দিন কিংবা রাত যে কোনো সময় ফোন করলেই আমাদের স্বেচ্ছাসেবকরা বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে। তবে অবশ্যই ডাক্তারের ব্যবস্থাপত্রে অক্সিজেনের কথা উল্লেখ থাকতে হবে। করোনা রোগী এক সিলিন্ডার অক্সিজেন শেষ করলে পুনরায় আরেকটি অক্সিজেন সিলিন্ডার বাসায় বিনামূল্যে পৌঁছে দেয়া হবে।
বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়ার উদ্যোক্তা ময়মনসিংহ বহুরূপী নাট্য সংস্থার সচিব শাহাদাত হোসেন খান হীলু জাগো নিউজকে বলেন, করোনাকালে শুধু মানবিক কারণে এই উদ্যোগ নেয়া হয়েছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। প্রয়োজনের সময় অক্সিজেন সেবা দিয়ে যদি একটি জীবনও বেঁচে যায় তাহলে সেটাই আমাদের সার্থকতা।
আরএআর/পিআর