সিলেটে পাঁচ চিকিৎসকসহ আরও ৭৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:২৯ এএম, ২৫ জুলাই ২০২০

সিলেটে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শুক্রবার সিলেটের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৭৬ জনের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে পাঁচজন চিকিৎসকও রয়েছেন। আক্রান্তের তালিকায় কয়েকজন বিদেশযাত্রীও আছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল এ তথ্য জানিয়ে বলেন, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার নমুনা পরীক্ষায় ৫২ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৪৪ জন, সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের দুজন ও হবিগঞ্জের দুই জন রয়েছেন।

ওসমানীতে শনাক্তদের মধ্যে পাঁচ চিকিৎসক রয়েছেন। তারা হলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ফারিয়া বিনতে জামান, ডা. সালাহ উদ্দিন, ডা. সঞ্জিত গোয়ালা, ডা. অন্তিম হাসান ও ডা. আরাফাত জাহান।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাবে শুক্রবার ১৩৫টি নমুনা পরীক্ষায় ২৪ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। ওই বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, আক্রান্তদের মধ্যে ১৫ জন সিলেটের, ৯ জন সুনামগঞ্জের।

এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩২০ জন। এর মধ্যে সিলেটের ৩ হাজার ৯৩৫ জন, সুনামগঞ্জের ১ হাজার ৩৯০, মৌলভীবাজারের ৯০০ ও হবিগঞ্জের ১ হাজার ৯৫ জন রয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১২৯ জন। এর মধ্যে সিলেটে ৯৫ জন, সুনামগঞ্জে ১৪, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারের ১০ জন।

শুক্রবার বিকেল পর্যন্ত এ বিভাগের ৩ হাজার ২০ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯৬৫, সুনামগঞ্জে এক হাজার ৪৩, হবিগঞ্জে ৫৪০, মৌলভীবাজারে ৪৭২ জন রয়েছেন।

ছামির মাহমুদ/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।