বিষ দিয়ে মাছ ধরে ফেরার পথে ৭ দুর্বৃত্ত আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২৯ জুলাই ২০২০

সুন্দরবনে বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরে ফেরার সময় সাত দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৮ কেজি বিষ মিশ্রিত মাছ, ২০ বোতল কীটনাশক, একটি বেহুন্দি জাল ও একটি নৌকা উদ্ধার করা হয়েছে।

মোংলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, সুন্দরবন সংলগ্ন পশুর নদীর সুন্দরতলা এলাকা থেকে সকালে সাত দুর্বৃত্তকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হবে।

jagonews24

উল্লেখ্য, সুন্দরবনকেন্দ্রিক সব ধরনের অপরাধ দমনে বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের নেতৃত্বে ৩ জুলাই থেকে বন এলাকাজুড়ে পুলিশের বিশেষ এ অভিযান শুরু হয়।

এর আগেও বনের বিভিন্ন এলাকা এবং পশুর নদীতে অভিযান চালিয়ে জালসহ বেশ কয়েকজন দুর্বৃত্তকে আটক করে মোংলা থানার পুলিশ।

এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।