করোনার উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৮৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৩ আগস্ট ২০২০
প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদসহ ৫৯ জন।

মৃত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৪৮ জন। এর মধ্যে সিলেটে ১১০, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন। সোমবার (০৩ আগস্ট) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের ৫৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৫১ জনে। এর মধ্যে সিলেটে চার হাজার ৩৬৩, সুনামগঞ্জে এক হাজার ৫১২, হবিগঞ্জে এক হাজার ১৮৫ এবং মৌলভীবাজারে ৯৯১ জন।

সোমবার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে তিন হাজার ৫২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেটের এক হাজার ৯০, সুনামগঞ্জে এক হাজার ১৪২, হবিগঞ্জে ৭১৯ এবং মৌলভীবাজারে ৫৭১ জন। করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৭২ জন। করোনাভাইরাসে উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৮৬ রোগী।

ছামির মাহমুদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।