সিলেট বিভাগে করোনায় আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৬ আগস্ট ২০২০
ফাইল ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের বাড়ি সুনামগঞ্জে এবং অপরজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫১ জন।

একই সময়ে সিলেট বিভাগে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১০৬ জন। এদের মধ্যে সিলেট জেলার ৪১ জন, সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ১২ জন এবং মৌলভীবাজারের ৩৬ জন রয়েছেন। এই সময়ে বিভাগে সুস্থ হয়েছেন আরও ৬৭ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ২৯৭ জন। এর মধ্যে সিলেটের চার হাজার ৪৭৫ জন, সুনামগঞ্জের এক হাজার ৫৫০, হবিগঞ্জের এক হাজার ২২৬ এবং মৌলভীবাজারের এক হাজার ৪৬ জন রয়েছেন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা জয় করেছেন তিন হাজার ৭৬৬ জন রোগী। এর মধ্যে সিলেটের এক হাজার ১৫৫ জন, সুনামগঞ্জের এক হাজার ১৮৯ জন, হবিগঞ্জের ৭৯৪ জন ও মৌলভীবাজারের ৬২৮ জন।

এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫১ জন। এর মধ্যে সিলেটের ১১১ জন, সুনামগঞ্জের ১৬ জন, হবিগঞ্জের ১১ জন এবং মৌলভীবাজারের ১৩ জন রয়েছেন। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৫৩ জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩৩ জন।

ছামির মাহমুদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।