কুমেকে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:০৫ পিএম, ১১ আগস্ট ২০২০

 

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

করোনা সংক্রমণে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার করপাতি গ্রামের আবদুল বারেক (৭০), নগরীর ছাতিপট্টি এলাকার ধীরেন্দ্রনাথ বণিকের স্ত্রী সন্ধ্যা বণিক (৭৫) ও চাঁদপুর জেলার কচুয়ার লাল মোহন সরকার (৭০)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাতাবাড়িয়া গ্রামের মকবুল আহমেদ (৮০), কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গোলাম মোস্তফা (৪৫) ও চাঁদপুর জেলার হাফানিয়া এলাকার শফিকুল ইসলাম (৫৯)।

উল্লেখ্য, কুমেক হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৩০ জনের মৃত্যু হয়েছে।

কামাল উদ্দিন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।