সিলেটে করোনায় প্রাণ গেল আরও ৪ জনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৩ আগস্ট ২০২০
ফাইল ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও চারজন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে এই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন সিলেটের এবং অপরজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। গত দু’দিনে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন আটজন।

এনিয়ে এ বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬১ জনে। এর মধ্যে সিলেটে ১১৮, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ১৫ জন।

একই সময়ে সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১৩৩ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে সিলেটের ৩১ জন, সুনামগঞ্জের ২১ জন, হবিগঞ্জের ৩০ জন ও মৌলভীবাজারের ৫১ জন রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ৯ হাজার ৫০ জন। এর মধ্যে সিলেটে ৪ হাজার ৮২৪, সুনামগঞ্জে এক হাজার ৬৯৪, হবিগঞ্জে এক হাজার ৩২৬ ও মৌলভীবাজার জেলায় এক হাজার ২০৬ জন।

এ বিভাগে করোনা জয় করে সুস্থ হয়েছেন মোট ৪ হাজার ৩৩৯ জন। এর মধ্যে সিলেটে এক হাজার ৪৬১, সুনামগঞ্জে এক হাজার ২৮৭, হবিগঞ্জে ৮৭০ ও মৌলভীবাজার জেলায় ৭২১ জন।

সিলেটের চার জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৪২ জন। এর মধ্যে সিলেটে ৬৪, সুনামগঞ্জে ১৩, হবিগঞ্জে ৪৫ ও মৌলভীবাজারে ২০ জন। আর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২৮ জন।

ছামির মাহমুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।