কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে মারা গেল আরও ৬ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৩ আগস্ট ২০২০
ফাইল ছবি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। বর্তমানে হাসপাতালটিতে ৫২ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ২৭ জন পুরুষ ও ২৫ জন নারী। আর আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার নুরজাহান (৫৫), সদর দক্ষিণের আছিয়া খাতুন (৬৫), বরুড়ার তৈয়ব আলী (৭৯), সদর উপজেলার চাঁন বানু (৮০), নগরীর উত্তর চর্থার বাবলু মিয়া (৫৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আবুল খায়ের (৬৫)।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এখন পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৩৩৯ জন মারা গেছেন।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।