সিলেট বিভাগে আরও ১০৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:১৬ এএম, ২৪ আগস্ট ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছেই। রোববার (২৩ আগস্ট) সিলেটের দুই ল্যাবে নতুন করে আরও ১০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তরা সিলেট বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, রোববার ওসমানীর ল্যাবে ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ২০ জন এবং মৌলভীবাজারের ৬ জন রয়েছেন।

আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, রোববার শাবিপ্রবির ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ২৮ জন, সুনামগঞ্জের ২৪ জন, হবিগঞ্জের ১৮ এবং মৌলভীবাজার জেলার ১২ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১২৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় পাঁচ হাজার ৩৬২, সুনামগঞ্জে ১ হাজার ৯৩২, হবিগঞ্জে ১ হাজার ৪৫৪ এবং মৌলভীবাজারে ১ হাজার ৩৭০ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি, ১২৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন ও মৌলভীবাজারে ২০ জন। রোববার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬ হাজার ২৪৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ২৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ৪৭০, হবিগঞ্জে ৯৩১ ও মৌলভীবাজারে ৮০২ জন।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৩৮১ জন। আর করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৩৭ জন।

ছামির মাহমুদ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।