পুলিশের সেবা শতভাগ নিশ্চিত করবে বিট পুলিশিং : এমপি শাওন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সরকার পুলিশিং কার্যক্রমকে আধুনিকায়ন করতে ব্যাপক কাজ করে যাচ্ছে। পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গতকাল রোববার দুপুরে ভোলার লালমোহন থানার অডিটরিয়ামে ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, জঙ্গি, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিট পুলিশিং সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শাওন আরও বলেন, পুলিশের সেবা শতভাগ নিশ্চিত করবে বিট পুলিশিং। তাই স্থানীয় মাদক, সন্ত্রাস, চাঁদাবাদ, জঙ্গী, ইভটিজার, বাল্যবিয়ে, যৌতুকসহ যেকোনো সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সকলকে অনুরোধ করেন।

লালমোহন থানা পুলিশের অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মো. কায়সার, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মো. রাসেলুর রহমানসহ প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।