আবাসিক হোটেলের কক্ষে মিলল যুবকের ঝুলন্ত লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:২৩ এএম, ০৭ অক্টোবর ২০২০
প্রতীকী ছবি

ঝিনাইদহ শহরের আবাসিক হোটেল রেডিয়েশন থেকে ইন্দ্রজিৎ (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ইন্দ্রজিৎ কুমার কুষ্টিয়া জেলার মিরপুর থানার বেলগাছী গ্রামের শ্রী সুসেন কুমারের ছেলে বলে জানা গেছে।

হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ইন্দ্রজিৎ গত সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে এই হোটেলে ওঠেন, তবে তিনি কী কাজ করতেন সে বিষয়ে তারা অবগত নয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে হোটেল বয় রাউন্ড দিতে গিয়ে তার দরজায় অনেকবার নক করলেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ হোটেলের চারতলার ৪০১৪নং রুম থেকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরাদেহটি উদ্ধার করে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।