বাসা থেকে ট্রাফিক পুলিশের গুলিসহ পিস্তল চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:০৫ এএম, ০৮ অক্টোবর ২০২০

লালমনিরহাটে পুলিশের ট্রাফিক বিভাগের উপপরিদর্শক (টিএসআই) আইয়ুব আলীর (৪৮) ভাড়া বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বালাটারি গ্রামের সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাবিবর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, টিএসআই আইয়ুব আলী শহরের বালাটারি গ্রামে অধ্যাপক হাবিবর রহমানের বাড়ি ভাড়া নিয়ে সপরিবারে থাকতেন। দুদিন আগে ছুটি নিয়ে গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে যান তিনি।

মঙ্গলবার রাতে বাসার মালিক হাবিবর রহমান দেখতে পান আইয়ুব আলীর থাকার ঘরে চুরি হয়েছে। এর পরপরই তাকে বিষয়টি অবগত করেন। দ্রুত গ্রামের বাড়ি থেকে চলে আসেন ওই কর্মকর্তা।

বাসায় এসে দেখতে পান টিভি, ফ্রিজ ও ইলেকট্রনিক্স সবকিছু ঠিক থাকলেও পিস্তল, গুলি ও থাকা নগদ টাকা নেই। ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি থানায় জিডি করেননি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এদিকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য টিএসআই আইয়ুব আলী, তার স্ত্রী, কলেজপড়ুয়া মেয়ে ও প্রতিবেশী ভাড়াটিয়ার ছেলে মমিনকে (১৮) থানায় ডাকা হয় বলে বিশেষ এক সূত্র নিশ্চিত করেছে।

লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।