মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল দুই কিশোরের
চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের টিঅ্যান্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে জাহেদ (১৬) ও রায়হান (১৭)। তারা ইন্টারনেট সার্ভিসের কর্মী বলে জানা গেছে। দুর্ঘটনায় আল-আমিন (১৬) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফরিদগঞ্জে ইন্টারনেট সার্ভিসের কর্মী জাহেদসহ তিনজন মোটরসাইকেলযোগে লাইন তদারকি করতে যাচ্ছিলে। পথে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের টিঅ্যান্ডটি এলাকার পূর্ব পাশে পাঠানবাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহেদের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় আল-আমিন ও রায়হানকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়।
ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর সিএনজি চালককে আটক করা হয়েছে।
আতিক খান/আরএআর/জেআইএম