চাঁদপুরে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে র‌্যালি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১১ নভেম্বর ২০২০

চাঁদপুরে মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে সদর উপজেলার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমন্বিত অংশগ্রহণে জনসচেতনতামূলক র‌্যালি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষকসহ সচেতন নাগরিকরা অংশ নেন। মাস্ক ব্যবহারে জনগণকে সচেতন করার লক্ষ্যে আহ্বান জানানো হয়।

এ সময় ‘নো মাস্ক নো সার্ভিস’ ও ‘যার মুখে মাস্ক নাই তার সঙ্গে কথা নেই’ জাতীয় স্লোগান দেয়া হয়।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।