টাকাভর্তি গাড়ির চাপায় প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৫ নভেম্বর ২০২০

চাঁদপুর পুরানবাজারে অগ্রণী ব্যাংকের গাড়িচাপায় নীরব নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নীরব পুরানবাজারের মমপট্টি এলাকার দিনমজুর মিশু উদ্দিনের ছেলে।

জানা গেছে, দোকানে সদাই কিনতে নীরব নতুন রাস্তা এলাকায় আসে। এ সময় টাকাভর্তি পাজেরো গাড়ি অগ্রণী ব্যাংক পুরানবাজার শাখায় আসার পথে নতুন রাস্তা এলাকায় নীরবকে (৮) চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই নীরবের মাথার মগজ বেরিয়ে যায়। উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকাজুড়ে উত্তেজনা ছডিয়ে পড়ে এবং বিক্ষুব্ধ এলাকাবাসী গাড়িটি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পুরানবাজার পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে অবস্থান করছে।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।