অস্ত্রসহ ১৮ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৫ নভেম্বর ২০২০

সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ১৮ মামলার আসামি কোরবান আলীকে (৩৮) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক রতন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার কোরবান আলী কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

এসআই নাজমুল হক রতন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কোরবানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি অস্ত্র, সাতটি ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।