চিরনিদ্রায় শায়িত নড়াইল পৌরসভার মেয়র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৬ নভেম্বর ২০২০

নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাসের (৫৫) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

jagonews24

জাহাঙ্গীর বিশ্বাস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সেখানেই তার মৃত্যু হয়।

jagonews24

মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের জানাজায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

jagonews24

জানাজা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/এসএমএম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।