বাসায় ফেরার পথে লাশ হলো সুরাইয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৩ ডিসেম্বর ২০২০

টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা চাপায় সুরাইয়া আক্তার (১০) নামের এক মাদরাসার ছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল-বাসাইল সড়কের বিয়ালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত সুরাইয়া আক্তার (১০) বিয়ালা গ্রামের সলিম ভূইয়ার মেয়ে।

বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুপুর ১২টার দিকে উপজেলার বিয়ালা গ্রামের একটি মাদরাসার প্রথম শ্রেণিতে পড়ুয়া সুরাইয়া আক্তার ছুটি শেষে সড়কের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় বাসাইল থেকে টাঙ্গাইলগামী সিএনজি চালিত একটি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অপর একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সুরাইয়াকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত সুরাইয়াকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক সিএনজিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরিফ উর রহমান টগর/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।