সখীপুরে সানস্টার ইয়ং ক্লাবের শীতবস্ত্র বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ০৪ ডিসেম্বর ২০২০

টাঙ্গাইলের সখীপুরে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সানস্টার ইয়ং ক্লাব।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার সাড়াসিয়া এলাকার শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রকৌশলী আবিদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সানস্টার ইনস্টিটিউট অব ট‍েকনিক‍্যাল অ্যান্ড বিএম কলেজের অধ‍্যক্ষ নাছির উদ্দিন, সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কদ্দুস মিয়া, সানস্টার ইয়ং ক্লাবের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সানস্টার ফারমার্স ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. সেলিম, সানস্টার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল, স্বেচ্ছাসেবী তমা হক প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকমণ্ডলী ও ক্লাবের সদস‍্যরা উপস্থিত ছিলেন।

এইচআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।