ফসলি জমিতে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমোড়া গ্রামে ফসলি জমি কেটে পুকুর খনন করায় মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পুকুর খনন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
সুবীর কুমার দাশ জানান, মোহাম্মদ আলী অবৈধভাবে রাস্তার ধারে ফসলি জমি কেটে পুকুর খনন করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুর খনন করা অবস্থায় তাকে আটক করা হয়। পরে বালু মহাল ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমারা করা হয় এবং পুকুর খনন বন্ধ করার নির্দেশ হয়।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম