তরুণীকে শ্লীলতাহানি করায় ৩ মাসের কারাদণ্ড যুবকের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা
প্রকাশিত: ১১:৪০ পিএম, ০৪ ডিসেম্বর ২০২০

মোংলায় এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে আটককৃত এক যুবককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫ ডিসেম্বর) সকালে দণ্ডপ্রাপ্তকে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হবে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ শুক্রবার বিকেলে অভিযুক্ত যুবক মনিরুজ্জামান বাদলকে (২৮) ওই এলাকা থেকে আটক করে।

এরপর তাকে থানায় আনার পর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। দণ্ডপ্রাপ্ত বাদল দক্ষিণ দিগরাজ বালুর মাঠের সেলিম মাতুব্বরের ছেলে।

মো. এরশাদ হোসেন রনি/এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।