ইনজেকশন দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল নবজাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০

 

নোয়াখালীর বেসরকারি মেট্রো হাসপাতালে ভুল ইনজেকশনের কারণে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যপী নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে নিহত শিশুর পরিবার ও স্থানীয় কয়েক শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় নিহত নবজাতকের বাবা অলি উল্যাহ অভিযোগ করে বলেন, গত ২১ ডিসেম্বর সকালে ওই হাসপাতালে তার স্ত্রীকে ভর্তি করান। দুপুরে স্বাভাবিকভাবে তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ একটি সন্তানের জন্ম দেন। হঠাৎ সন্ধ্যায় ডাক্তার মাহবুবুর রহমানের নির্দেশনায় ডাক্তার হরি নারায়ন দেবনাথ তার সন্তানকে একটি ইনজেকশন দেন।

jagonews24

এ সময় তারা ইনজেকশন দিতে বাধা দিলেও হাসপাতালের নার্সরা জোরপূর্বক ইনজেকশন দেন। ইনজেকশন দেয়ার কয়েক মিনিটের মধ্যে তার সন্তান শরীরে কাঁপুনি দিয়ে নিথর হয়ে পড়ে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে বললে উল্টো তারা অভিভাবকদের গায়ে হাত দেয়।

এ বিষয়ে সিভিল সার্জন ও পুলিশ প্রশাসনকে অবহিত করলেও কোনো প্রতিকার না পাওয়ায় বাধ্য হয়ে মানববন্ধন সমাবেশ করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। তারা হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিচার দাবি করেন।

মিজানুর রহমান/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।