শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০

চাঁদাবাজির মামলায় মামুন নামের এক শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে কিশোরগঞ্জ গাইটাল আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বেকায়দায় পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, চাঁদাবাজির অভিযোগে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দফতর সম্পাদক মামুন মিয়াকে বুধবার (৩০ ডিসেম্বর) রাতে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেন শ্রমিকরা।

jagonews24

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দীক জানান, গাইটাল বাসস্ট্যান্ডের সামনে থেকে অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে কামাল মিয়া নামের এক চালক মামুন মিয়াসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় মামুনকে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, বাসস্ট্যান্ডের সামনে থেকে সম্পূর্ণ অবৈধভাবে গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোণাসহ বিভিন্ন আন্তজেলা রুটে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার কারণে চাঁদাবাজির এ মিথ্যা মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সমস্যা নিরসনে শ্রমিকরা বৈঠক করছিলেন।

নূর মোহাম্মদ/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।