নারীর সঙ্গে বিবস্ত্র ছবি তুলে মুক্তিপণ আদায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৮ জানুয়ারি ২০২১

নোয়াখালীর চাটখিলে সৌদি প্রবাসীকে অপহরণের পর নারীর সঙ্গে বিবস্ত্র ছবি তুলে মুক্তিপণ আদায়ের ঘটনায় তিন যুবককে আটক করেছে চাটখিল থানা পুলিশ। আটককৃতরা হলেন ছালা উদ্দিন কামরান ওরফে আকাশ (২০), দিদার হোসেন জনি (১৮) এবং মোহাম্মদ বাবু হোসেন (৩০)।

ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর মোবাইল নম্বর ট্র্যাক করে তাদের শনাক্ত করা হয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ২৫ ডিসেম্বর সৌদি প্রবাসী মাসুদ পাটোয়ারী নিজ বাড়ি থেকে চাটখিল যাওয়ার পথে খিলপাড়া রুহুল আমিন রোডে আসলে কয়েকজন সন্ত্রাসী সিএনজিতে উঠে তাকে অপহরণ করে। পরে শারীরিক নির্যাতন করে এবং এক নারীর সাথে তার অশ্লীল ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়। এরপর ওই প্রবাসীর স্বজনরা এক লাখ ৫৩ হাজার টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ দিলে তারা তাকে চোখ বেঁধে রাস্তার পাশে ফেলে যায়।

তিনি আরও জানান, এ ঘটনার পর মাসুদ পাটোয়ারী নিজে এসে চাটখিল থানায় মামলা করলে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে বিকাশে লেনদেনের নম্বরগুলো ট্র্যাক করি। এর মাধ্যমে তাদের শনাক্ত করে আটক করতে সক্ষম হই। বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

মিজানুর রহমান/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।