দুই ছাত্রীর স্পর্শকাতর জায়গায় হাত, মাদরাসা শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

দিনাজপুরের হিলিতে কওমি মাদরাসার দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এনামুল (২৬) নামের এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে হাকিমপুর উপজেলার ছাতনী চার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক এনামুল বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, এক মাস আগে নাতনি ও মেয়েকে ছাতনী মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদরাসায় ভর্তি করান মমিনুল ইসলাম। ১৪ জানুয়ারি মাদরাসা ছুটি শেষে তার মেয়ে ও নাতনিকে ঘরের মধ্যে আটকিয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন শিক্ষক এনামুল। ১৫ জানুয়ারি মেয়ের মা বিষয়টি জানতে পেরে মাদরাসার শিক্ষকদের অবহিত করেন। পরে সুবিচার না পেয়ে শনিবার হাকিমপুর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন মেয়ের বাবা।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ওই ছাত্রীর বাবা মাদরাসা শিক্ষক এনামুলের বিরুদ্ধে শনিবার যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেন। পরে পুলিশের একটি টিম ছাতনী চার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে পাঠানো হবে।

এমদাদুল হক মিলন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।