ঠাকুরগাঁও পৌর নির্বাচনে ৭ জনের মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৭ জানুয়ারি ২০২১

ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আ.লীগ, বিএনপি ও স্বতন্ত্র মিলে মেয়রপদে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেন আ.লীগের দলীয় মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য আঞ্জুমান আরা বন্যা, বিএনপির দলীয় মনোনীত প্রার্থী জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন।

এছাড়াও স্বতন্ত্র হিসেবে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, যুব মহিলা লীগের সভাপতি অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লাহ, জেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ বাবলুর রহমান বাবুলও (প্রস্তাবিত) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে ১২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট ৫৭ জন প্রার্থী এবং সংরক্ষিত আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে ১১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নুর ইসলামের বিপরীতে কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় তিনি আবারও কাউন্সিলর হতে চলেছেন।

তানভীর হাসান তানু/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।