টিকা নিয়ে শাড়ি-লুঙ্গি উপহার পেলেন ৪১ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করার জন্য টিকাগ্রহণকারী ৪১ জন নারী-পুরুষকে শাড়ি ও লুঙ্গি উপহার দিয়েছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।

রোববার (৭ ফেব্রুয়ারি) গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ভ্যাকসিন কেন্দ্রের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন বলেন, প্রথম দিন গুরুদাসপুর উপজেলায় নিবন্ধন করা ৪১ জন চিকিৎসক, নার্স, মুক্তিযোদ্ধাসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মরতরা টিকাগ্রহণ করেন।

সংসদ সদস্য আব্দুল কুদ্দুস বলেন, ‘অক্সফোর্ডের টিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ ও গ্রহণযোগ্য টিকা। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। করোনামুক্ত থাকতে সবাইকে পর্যায়ক্রমে টিকা নেয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘যারা ভ্যাকসিন গ্রহণ করে দেশকে করোনামুক্ত গড়ার কাজে সাহায্য করেছেন তাদের জন্য প্রীতি উপহারস্বরূপ শাড়ি ও লুঙ্গি দিয়েছি।’

এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।