দুর্ঘটনার কবলে রূপপুর পারমাণবিক প্রকল্পের গাড়ি, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:০০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২১

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আহত হয়েছেন মাইক্রোবাসের দুই আরোহী। তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তা ও বিদেশি নাগরিক। তাদের বনপাড়ার পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাগর হোসেনের (২৬) বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার আলহাজ মোড়ে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে পাবনার রূপপুর থেকে পারমাণবিক প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে একটি মাইক্রোবাস বনপাড়ার দিকে আসছিল। মাইক্রোবাসটি পাবনা-নাটোর মহাসড়ক হয়ে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক হোসেন নিহত হন। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খুঁজে বের করার চেষ্টা চলছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।