চিকিৎসক পরিচয়ে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, জরিমানা ২ লাখ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১

নাটোরের লালপুরের চংধুপইল ইউনিয়নের আব্দুলপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা দুজন ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

এসময় মোস্তাফিজুর রহমান (৩৬) নামের এক ব্যাক্তিকে দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং মো. আলমগীর কবির (২৬) নামের আরেক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১২ই ফেব্রুয়ারি) র‍্যাবের অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী শাম্মি আক্তার এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান লালপুর উপজেলার কামারহাটি গ্রামের মৃত তাছেন আলীর ছেলে এবং আলমগীর কবির বাগাতিপাড়ার সাইলকোনা গ্রামের আব্দুল করিমের ছেলে।

সিপিসি-২ র‍্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গোসাইপুর গ্রামে ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড চেম্বারে অভিযান চালায়। এসময় এই সেন্টারে চেম্বার স্থাপন করে ভুয়া ডাক্তার সেজে চিকিৎসা দেয়ার অপরাধে মোস্তাফিজুর রহমান ও আলমগীর কবিরকে আটক করা হয়।

এসময় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুরুজ্জামান শামীমের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মি আক্তার মোস্তাফিজুর রহমানকে দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড এবং অপর আসামি আলমগীর কবিরকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।