ভোট ডাকাতির অভিযোগ এনে বড়াইগ্রামে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

নাটোরের বড়াইগ্রামে ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী ইসাহাক আলী।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি তার নিজ বাসায় সাংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন।

তিনি বলেন, ভোটের আগে থেকেই নেতাকর্মীদের মারপিট ও বাড়িঘরে হামলা অব্যাহত ছিল। আজ ভোটগ্রহণের সময়ে বহিরাগত সন্ত্রাসী এনে ভোটকেন্দ্র দখল করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট থাকার কথা থাকলেও তিনি সরেজমিনে গিয়ে তাদের দেখা পাননি।

তিনি আরও বলেন, আমার এজেন্টদেরকে বের করে দেয়া হয়েছে। ৮০ ভাগ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। জোর করে প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধ্য করা হচ্ছে- এসব অভিযোগ দিয়েও তিনি কোনো প্রতিকার না পাওয়ায় এই ভোট বর্জন করছেন।

রেজাউল করিম রেজা/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।