বড়াইগ্রামে নৌকার প্রার্থী মেয়র নির্বাচিত
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মাজেদুল বারী নয়ন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১০ হাজার ২৩ ভোট।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
তিনি জানান, মাজেদুল বারী নয়নের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইসাহাক আলী পেয়েছেন ১৩৭৭ ভোট। তবে ইসাহাক আলী ভোট শেষের দুই ঘণ্টা আগে নির্বাচন বর্জন করেন।
এদিকে, সকাল থেকেই কোনো প্রকার গোলযোগ ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিলও চোখে পড়ার মতো।
প্রসঙ্গত, ১৪ হাজার ৬০৬ ভোটারের এ পৌরসভায় ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৭ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এএইচ/জিকেএস