তাঁতশিল্পের প্রশিক্ষণ কেন্দ্র হবে কক্সবাজারে: পাটমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:০৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১

তাঁতশিল্পের উন্নয়নে কক্সবাজারে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে জেলার তাঁতী শিল্পীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘তাঁতশিল্প বাঙালির ঐতিহ্য। কক্সবাজারে রাখাইনরা এ শিল্পের ঐতিহ্য এখনো ধরে রেখেছে। আর সরকারও শিল্পটিকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে কাজ করছে। প্রচেষ্টা চলছে এর ঐতিহ্য বিশ্বময় তুলে ধরার।’

মন্ত্রী বলেন, ‘রেশমের সুতা উৎপাদনে প্রযুক্তির ব্যবহার তাঁতশিল্পকে আরও মানসম্পন্ন করে তুলবে। কম খরচে উন্নতমানের রেশম কাপড় তৈরি করার জন্য প্রযুক্তির উৎকর্ষ অপরিহার্য। প্রয়োজনে বিদেশ থেকে উন্নতপ্রযুক্তি আনতে হবে। এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিদেশের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছি না। আমাদের কোথাও ঘাটতি রয়েছে। সেগুলো খুঁজে বের করতে হবে। প্রযুক্তির সহযোগিতা নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে ভালো মানের সুতা উৎপাদনে প্রচেষ্টা চালাতে হবে।’

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে মতবিনিময় সভায় তাঁত বোর্ডের বেসিক সেন্টারের লিয়াঁজো কর্মকর্তা আবু ইউসুফসহ প্রমুখ বক্তব্য রাখেন।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।