চোর সন্দেহে যুবক পিটিয়ে কারাগারে দোকান মালিকও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০২:৫০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২১

দিনাজপুরে রডের দোকানে চুরির সময় রবিউল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন দোকানের মালিক মো. করিম। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তি ও দোকান মালিক দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে চুরির অভিযোগে রবিউল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন দোকান মালিক করিম। আর করিমের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেন রবিউলের স্ত্রী সুমি। পৃথক দুটি মামলা গ্রহণ করে কোতোয়ালি থানা পুলিশ। এরপর ওই ব্যক্তি ও মালিক দুজনকে গ্রেফতার দেখানো হয়।

রোববার (২১ ফেব্রুয়ারি) দিনাজপুর শহরের বাহাদুর বাজারে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে ব্যবসায়ী মো. করিম নিজের দোকান খুলতে গিয়ে দেখেন, রবিউল তার দোকানের ভেন্টিলেটর ভেঙে রড বের করে নিয়ে যাচ্ছেন। এসময় তিনি তাকে ধরে ফেলেন। পরে আশপাশের লোকজন সেখানে এসে রবিউলকে খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন।

ওসি আরও জানান, পুলিশ খবর পেয়ে রবিউলকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে দোকান মালিক করিম চুরির অভিযোগে মামলা দায়ের করেন। পরে চুরির সময় আটক রবিউলের স্ত্রী সুমি দোকান মালিক করিমের বিরুদ্ধে তার স্বামীকে নির্যাতনের অভিযোগে মামলা করেন। ওই মামলায় দোকান মালিককেও গ্রেফতার করা হয়।

দোকান মালিক মো. করিম শহরের গণেশতলা এলাকার বাসিন্দা। তার রডসহ ভবন নির্মাণসামগ্রীর ব্যবসায় রয়েছে। অপরদিকে চুরির অভিযোগে গ্রেফতার রবিউল শহরের বাহাদুর বাজার এলাকার ছোটনের ছেলে।

এমদাদুল হক মিলন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।