নন্দীগ্রামের করোনার টিকা ‘ধার’ দেয়া হলো সদরে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৬ মার্চ ২০২১
ফাইল ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে ফেরত দেয়া হয়েছে এক হাজার ডোজ করোনার টিকা। তবে ফেরতের বিষয়ে আপত্তি জানিয়ে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, টিকা সদর উপজেলায় ‘ধার’ দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, করোনা মোকাবিলায় প্রথম ধাপে পাঁচ হাজার ৭৪০ ডোজ ভ্যাকসিন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। টিকা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি টিম গঠন করা হয়। প্রতিটি টিমে দুজন করে টিকাদান কর্মী ও চারজন করে স্বেচ্ছাসেবক রয়েছেন। গত ৭ জানুয়ারি থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত এক হাজার ৮০০ ডোজ দেয়া হয়েছে। শুরুতে প্রতিদিন ৩০-৪০ জন করে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসতেন। সম্প্রতি টিকা নিতে মানুষ কম আসায় এক হাজার ডোজ ফেরত পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন বলেন, করোনার টিকা ফেরত দেয়া হয়নি। সিভিল সার্জনের নির্দেশক্রমে বগুড়া সদরে ধার দেয়া হয়েছে। সঙ্কট দেখা দিলে আবার আনা হবে।

তিনি আরও বলেন, নন্দীগ্রাম উপজেলায় টিকা নিতে মানুষের আগ্রহ কম। তবে সবাইকে নির্ভয়ে করোনা টিকা নেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে উপজেলার কালিকাপুর গ্রামের ভ্যানচালক হযরত আলী জানান, করোনার টিকা কোথায় দিচ্ছে সে বিষয়ে কিছুই জানি না। তবে করোনার সময় কাজ করে যখন কোনো সমস্যা হয়নি এখনও সমস্যা হবে না।

নির্মাণ শ্রমিক মামুন হোসেন জানান, টিকা দেয়া হচ্ছে শুনেছি। কোন জায়গায় দিচ্ছে তা জানি না। এখন আর টিকা নেব না, ভয় লাগছে।

এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।