কিশোরীকে গণধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষক কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১১ মার্চ ২০২১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল শ্রীমঙ্গলকান্দি গ্রামে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেট শিক্ষক আইয়ুব আলীসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে কিশোরীর বাবা থানায় মামলা করেন।

ভুক্তভোগীর কিশোরীর পরিবারের সদস্যরা জানান, বিথঙ্গল শ্রীমঙ্গলকান্দি গ্রামের ওই কিশোরী বুধবার রাত ১০টার দিকে ঘর থেকে বাড়ির উঠানে বের হয়। এ সময় একই গ্রামের আইয়ূব আলীসহ তিন-চারজন সহযোগী মেয়েটির মুখে গামছা চেপে পার্শ্ববর্তী হাওরে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি তার বাবা মাকে বিষয়টি অবগত করলে তারা বিথঙ্গল পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে আইয়ুব আলী ও সোহেল মিয়াকে আটক করা হয়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেন বলেন, ‘ছাত্রী ও প্রাইভেট শিক্ষকের প্রেমের সম্পর্ক থেকেই এ ঘটনা ঘটেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আটক প্রাইভেট শিক্ষক ও তার সহযোগীকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।