গহনা বেচতে রাজি না হওয়ায় স্ত্রীর কব্জি কেটে দিলেন স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১২ মার্চ ২০২১
আহত ফাহিমা বেগম

ব্যবসার টাকা যোগাড়ের জন্য স্ত্রী ফাহিমা বেগমের (২৩) গহনা বিক্রি করে দিতে চেয়েছিলেন স্বামী শামীম হোসেন। তাতে স্ত্রী রাজি না হওয়ায় তার হাতের কব্জি কেটে দিয়েছেন স্বামী। গুরুতর অবস্থায় ফাহিমাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে।

ফাহিমার বড় ভাই আজিজুর রহমান জানান, দুই বছর আগে শামীম মিয়ার সঙ্গে ফাহিমার বিয়ে হয়। এরপর থেকেই শামীম ব্যবসা করবেন বলে তাকে টাকার জন্য চাপ দিতেন। একাধিকবার তারা টাকা দিয়েছেন। এরপরও ফাহিমাকে শারীরিকভাবে নির্যাতন করতেন শামীম। এ নিয়ে সামাজিকভাবে একাধিকবার বৈঠকও হয়েছে।

সম্প্রতি ফাহিমার সোনার গহনা বিক্রি করে ব্যবসার জন্য টাকা দিতে চাপ দেন শামীম। কিন্তু ফাহিমা রাজি না হওয়ায় শামীম মারধর করেন। শুক্রবার তর্কাতর্কির এক পর্যায়ে শামীম ঘরে থাকা দা দিয়ে ফাহিমার হাতের কব্জি কেটে ফেলেন। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।