শ্রীমঙ্গলে এক কেজি ‘ইয়েলো টি’ বিক্রি হলো ১২২০০ টাকায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১১:১৮ এএম, ১৯ মার্চ ২০২১

চা একটি সুস্বাদু পানীয়। দেশের প্রতিটি অঞ্চলে এখন চায়ের কদর বেশি। মানুষ সাধারণত ব্ল্যাক টি পান করে থাকেন। তবে এরমধ্যে স্পেশাল কিছু চা-ও রয়েছে যেমন-গ্রিন টি, লেমন টি ইত্যাদি। এসব চায়ের মধ্যে দেশে সর্বপ্রথম নতুন করে উৎপাদন করা হচ্ছে ‘ইয়েলো টি’।

একটি কুঁড়ি ও একটি পাতা দিয়ে এই চা উৎপাদন করা হচ্ছে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের বৃন্দাবন চা-বাগানে। এর পাশাপাশি উৎপাদন করা হচ্ছে ‘হোয়াইট টি’ নামে আরও একটি চা, যার চাহিদা দেশে ব্যাপক।

এক কেজি ইয়েলো টি বিক্রি হয়েছে ১২ হাজার ২০০ টাকায়। বাজারে চাহিদা থাকায় সর্বোচ্চ দামে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রে (টিপিটিএবি) বছরের শেষ নিলামে ওঠে এই চা।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে ২০তম নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে এই ‘ইয়োলো টি’ নিলামে উঠলে পপুলার টি হাউজ ক্রয় করে। এর আগে চট্টগ্রাম নিলামে এই চায়ের দাম উঠেছিল ৮ হাজার ৩০০ টাকা।

এই তথ্য নিশ্চিত করেছেন টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) পরিচালক হেলাল আহমদ।

তিনি জানান, প্রথমবারের মতো ‘ইয়েলো টি’ শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে নিলাম প্রস্তাব করা হয়েছে। নিলাম প্রস্তাবটি করে শ্রীমঙ্গল ব্রোকারস লিমিটেড। নিলামে এক কেজি এই চা পাতা ১২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

পপুলার টি হাউজের শহীদ আহমদ বলেন, ‘বাজারে অনেক চাহিদা থাকায় এই চা ক্রয় করলাম। আশা করি লাভে বিক্রি করতে পারব।’

‘হোয়াইট টি’ জেলার ২৪টি বাগানের মধ্যে প্রথম হলেও ‘ইয়েলো টি’ দেশে প্রথম উৎপাদন করা হচ্ছে বলে দাবি করেন বৃন্দাবন চা-বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দিন খান।

তিনি বলেন, ‘প্রথমে ইউটিউব দেখে একটি কুঁড়ি একটি পাতা দিয়ে ইয়েলো টি উৎপাদন করেছি। বাইরে এর ব্যাপক চাহিদা রয়েছে। বাণিজ্যিকভাবে উৎপাদন করলে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।’

নাসির উদ্দিন বলেন, ‘অনেক বায়ার ইয়েলো টি নেয়ার জন্য বসে আছেন। অনেকেই আবার ফোন করে ইয়েলো টি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ভারতে ইয়েলো টি প্রতি কেজি ৭৫ হাজার রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় এক লাখ টাকা দরে বিক্রি হচ্ছে।’

ইউরোপের দেশে ইয়েলো টি’র ব্যাপক চাহিদা রয়েছে। দেশে বৃন্দাবন চা-বাগানে প্রথমবারের মতো এই চা উৎপাদন করা হচ্ছে। এবছর বাণিজ্যিকভাবে ৫০০ কেজি ইয়েলো টি উৎপাদনের টার্গেট রয়েছে বাগান কর্তৃপক্ষের।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।