সস্ত্রীক করোনায় আক্রান্ত সুনামগঞ্জের এমপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৩০ এএম, ২০ মার্চ ২০২১

টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ ও তার স্ত্রী মাসকুরা হোসাইন দীনা।

মঙ্গলবার (১৬ মার্চ) করোনার উপসর্গ নিয়ে নমুনা দেন পীর মিসবাহ ও তার সহধর্মিণী। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে সস্ত্রীক করোনায় আক্রান্তের বিষয়টি জানতে পারেন তিনি।

পীর ফজলুর রহমান মিসবাহ জাগো নিউজকে জানান, তিন দিন আগে হালকা জ্বর-সর্দি হলে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করতে দেন। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর তার এবং তার স্ত্রী করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে। হালকা জ্বর-সর্দি ছাড়া এমনিতে তারা সুস্থ আছেন জানিয়ে সবার কাছে সুস্থতা কামনা করে দোয়া চান এ সংসদ সদস্য।

লিপসন আহমেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।