২১ মার্চ মহাসম্মেলনে সুনামগঞ্জ যাচ্ছেন না মামুনুল হক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২০ মার্চ ২০২১

সুনামগঞ্জে অনুষ্ঠিতব্য মহাসম্মেলনে আসা হচ্ছে না হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের।

শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।

রোববার (২১ মার্চ) দুপুরে হেলিকপ্টারযোগে এসে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় খাবিনুল কোরআন মহিলা মাদরাসার মহা সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখার কথা ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় শনিবার দুপুরে জেলার ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদ্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সে সভায় মামুনুল হক যাতে রোববার সুনামগঞ্জে না আসেন, সে জন্য সবার কাছে অনুরোধ জানায় প্রশাসন।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘সুনামগঞ্জের শান্তি রক্ষার জন্য আমরা সবাইকে নিয়ে একটি মতবিনিময় সভা করেছি। সেখানে আগামীকালের প্রোগামে মামুনুল হককে না আসার জন্য আমরা সবার কাছে অনুরোধ জানাই। এরই পরিপ্রক্ষিতে তারা আগামীকাল মামুনুল হক আসবেন না বলে আমাদেরকে জানিয়েছেন।

লিপসন আহমেদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।