আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন শ্রমিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২২ মার্চ ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জে তুলা কারখানায় আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে জহুরুল ইসলাম তালুকদার (৬০) নামে এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মোহাম্মদ হোসেন (৬৫) নামে আরেক বৃদ্ধ শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের রাণীগ্রাম আনসার ক্যাম্প সংলগ্ন তুলা কারখানায় এ ঘটনা ঘটে। মৃত জহুরুল ইসলাম তালুকদার খোকসাবাড়ী ইউনিয়নের গুনেরগাতী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শামীমুর রহমান বলেন, ‘মৃত ব্যক্তি আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে এলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।’

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর আব্দুল হামিম বলেন, ‘সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।