দোকান থেকে ৪৮ বস্তা সরকারি চাল উদ্ধার, ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৪৮ বস্তা চালসহ আব্দুর রাজ্জাক (৪৪) নামে এক ব্যবসায়ীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরের দিকে পৌর এলাকার কালিবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে চালসহ তাকে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক সদর উপজেলার কুশাহাটা গ্রামের মৃত আবু বক্কারের ছেলে।

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিবাড়ী বাজারে অভিযান চালানো হয়। এ সময় আব্দুর রাজ্জাকের দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৪৮ বস্তা চাল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, খাদ্য অধিদফতরের সিলমোহরকৃত এসব বস্তায় ৩০ কেজি করে মোট ১৪৪০ কেজি চাল রয়েছে। এ সময় ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এমএস