সাবেক মন্ত্রীর ছেলে ও ভাতিজার নেতৃত্বে আ.লীগ কর্মী খুন
সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে ও ভাতিজার নেতৃত্বে আব্দুল জলিল নামের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনায়তপুর থানা আওয়ামী লীগের নেতারা।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে বলে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি। সম্মেলনে চৌহালী উপজলার বিভিন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার (২৪ মার্চ) এনায়েতপুর বেতিল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকেল সাড়ে ৫টায় সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ফলাফল ঘোষণার সময় আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস ও ভাতিজা নানু বিশ্বাসের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা।
হামলার ঘটনায় আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিলকে কুপিয়ে হত্যা করে। এসময় আরো অন্তত ১৫ নেতাকর্মী আহত হন। এই হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এমএস