মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করলেন ভারতীয় যোদ্ধারা
টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় যোদ্ধারা। শনিবার (২৭ মার্চ) জেলার কালিহাতি উপজেলার বানিয়াফৈর এলাকার ছত্রীসেনা অবতরণের স্থান পরিদর্শন করেন ভারতীয় সেনাদের একটি দল।
পরে সফররত ভারতীয় দলটির সাথে স্থানীয় দুইজন মুক্তিযোদ্ধা সাক্ষাৎ করেন। এসময় মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে স্মৃতিচারণে অংশগ্রহণ করে তারা।
মেজর জেনারেল নারায়ণ শংকর নারির (অবসরপ্রাপ্ত) নেতৃত্বে ৬৮ সদস্যের এই দলটিতে ৩০ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা (২৩ জন সস্ত্রীক) এবং ৬ জন চাকরিরত ভারতীয় সেনা কর্মকর্তা (৫ জন সস্ত্রীক) রয়েছেন।

এর আগে সফরকারী দলটি বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে পৌঁছে। পরে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সস্ত্রীক তাদের স্বাগত জানান।
আরিফ উর রহমান টগর/আরএইচ/এমকেএইচ