সিরাজগঞ্জে দায়িত্বে অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৩৯ এএম, ২৮ মার্চ ২০২১

সিরাজগঞ্জের আভিসিনা হাসপাতালে দায়িত্বে অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর করেছে।

শনিবার (২৭ মার্চ) রাত আটটার দিকে শিশুটি মারা যায়। শিশুটির নাম মোছা. দিয়ামনি। বয়স সাড়ে ছয় বছর। সে পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার ছোটন আহমেদের মেয়ে।

শিশুটির স্বজনদের অভিযোগ, পেটে পাথর নিয়ে শহরের আভিসিনা প্রাইভেট হাসপাতালে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশু দিয়ামনিকে ভর্তি করা হয়। ডাক্তার প্রাথমিকভাবে শিশুটিকে দেখে বেডে দেয়ার পরে কেউই আর তার কোনো খেয়াল রাখেননি। হাসপাতালের স্টাফদের অবহেলাতেই শিশুটির মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

jagonews24.com

শিশুর চাচা রাসেল বলেন, ‘আমার ভাতিজিকে হাসপাতালে ভর্তি করলে ডাক্তার দেখার পরে তাকে বেডে দেয়। এরপর আর কোনো নার্স বা স্টাফরা খবর নেয়নি, চিকিৎসাও দেয়নি। পরে তাদের অবহেলাতেই শিশুটি মারা যায়।’

তিনি আরও বলেন, ‘মারা যাওয়ার আগে তাকে অক্সিজেন না দিয়ে মারা যাওয়ার পরে অক্সিজেন দেয় কর্তৃপক্ষ।’

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো থানায় কোনো মামলা হয়নি। হলে সে অনুযায়ী ব্যবস্থা নেবো।’

তবে এ বিষয়ে জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো কথা বলতে রাজি হননি।

ইউসুফ দেওয়ান রাজু/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।