আশুগঞ্জ সেতুর টোলপ্লাজায় পুলিশ ক্যাম্পে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৮ মার্চ ২০২১

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার পুলিশ ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে হেফাজতের ডাকা হরতালের সমর্থনে পিকেটিংয়ের সময় এ ঘটনা ঘটে। এসময় সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় ভাঙচুর করেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে হেফাজতের নেতাকর্মী ও তাদের সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ করছিলেন। এসময় মেঘনা নদীর ওপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় স্থাপিত পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, পুলিশ ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।