নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বালুভর্তি অটোভ্যান, চালক নিহত
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বালুভর্তি একটি ব্যাটারি চালিত অটোভ্যান। এতে অটোভ্যানের নিচে চাপা পড়ে চালক জহুরুল ইসলাম (২৩) নিহত হয়েছেন।
সোমবার (২৯ মার্চ) দিবাগত রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত অটোভ্যান চালক জহুরুল ইসলাম (২৩) কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে নিজের ব্যাটারি চালিত অটোভ্যানে বালু নিয়ে বাড়ি ফিরছিলেন জহুরুল ইসলাম। তিনি কর্ণ কয়েলগাতি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে তার নিচেই চাপা পড়েন জহুরুল। গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান জহুরুল।
ইউসুফ দেওয়ান রাজু/এসজে/জিকেএস