মির্জাপুরে ৩ স’মিল মালিকের জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২৯ মার্চ ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে তিন অবৈধ স’মিল মালিকের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ মার্চ বিকেলে উপজেলার হাঁটুভাঙ্গা বাজারে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জোবায়ের হোসেন এ আদেশ দেন।

আদালত সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় হাঁটুভাঙ্গা বাজারে মো. সানোয়ার মোল্লা, রফিকুল ইসলাম ও আলম হোসেন অবৈধভাবে স’মিল স্থাপনে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জোবায়ের হোসেন জানান, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এস এম এরশাদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।