ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে দুই মহল্লাবাসীর সংঘর্ষ
ফাইল ছবি
সিরাজগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে শহরের হোসেনপুর বাগানবাড়ি ও হোসেনপুর দক্ষিণ মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসিবুল ইসলাম বলেন, ‘ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’
তিনি আরও বলেন, ‘সংঘর্ষ এড়াতে ওই দুটি মহল্লায় পুলিশ মোতায়েন রয়েছে।’
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জিকেএস