সেতুর ওপর ট্রাকচাপায় ভ্যান আরোহীর মৃত্যু
ফাইল ছবি
ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নলকা সেতুর ওপর মালবাহী ট্রাকচাপায় ভ্যান আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।
বুধবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে মহাসড়কের সলঙ্গা থানার নলকা সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগী খাতুন (৪০) সলঙ্গা থানার ভরমোহনী গ্রামের সোবাহান আলীর স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জিকেএস