ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন আইজিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ৩১ মার্চ ২০২১
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া আসছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে হেফাজতে ইসলামের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করতে হেলিকপ্টারে এসে পৌঁছবেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইজিপি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছবেন। তিনি ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করবেন।’

এর আগে ২৬ মার্চ (শুক্রবার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর, ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৮ মার্চ (রোববার) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে হেফাজত কর্মীরা।

হামলাকারীরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, জেলা পরিষদের ডাকবাংলো, পৌরসভা কার্যালয়, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, জেলা গণগ্রন্থাগার, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন ও পানি উন্নয়ন বোর্ড কার্যালয়সহ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তিন দিনের সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তথ্য অনুযায়ী নয়জন নিহত হয়েছেন।

এসব ঘটনায় এই পর্যন্ত আটটি মামলা দায়ের করা হয়েছে। জেলা শহর জুড়ে মোতায়েন করা রয়েছে বিজিবি, র‌্যাব ও পুলিশ।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।